মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০১৩ ০০:০০ টা

সবার অংশগ্রহণেই নির্বাচন চায় জাপান

ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সিরো সাদাশিমো আশা প্রকাশ করেছেন, সবার অংশগ্রহণে একটি শান্তিপূর্ণ নির্বাচন সঠিক সময়ে অনুষ্ঠিত হবে। তিনি বলেন, গ্রহণযোগ্য নির্বাচন গণতন্ত্রের অগ্রযাত্রার পূর্বশর্ত। জাপান এ ক্ষেত্রে অবদান রাখতে পেরে খুশি। গতকাল ঢাকায় জাপানের দূতাবাসে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এ কথা বলেন রাষ্ট্রদূত সিরো সাদাশিমা। জাপান দূতাবাস এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

দূতাবাস জানিয়েছে, তৃণমূল পর্যায়ের জননিরাপত্তা উন্নয়নের প্রকল্পের আওতায় জাপান সরকার বাংলাদেশের বেসরকারি জোট 'ফেয়ার ইলেকশন মনিটরিং এল্যাইন্স'কে (ফেমা) এক লাখ ২১ হাজার মার্কিন ডলার অনুদান দিচ্ছে। এই প্রকল্পের আওতায় দশম জাতীয় নির্বাচনসহ অন্যান্য নির্বাচনে পর্যবেক্ষণের ব্যবস্থা করা হবে। এই চুক্তি গতকাল দূতাবাসে স্বাক্ষর হয়েছে। এতে স্বাক্ষর করেছেন জাপানের রাষ্ট্রদূত সিরো সাদাশিমো ও ফেমার প্রেসিডেন্ট মুনিরা খান। চুক্তি অনুসারে, ফেমা ৩০০ সংসদীয় আসনে ১ হাজার ৫০০ নির্বাচন পর্যবেক্ষক রাখবে। পর্যবেক্ষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থাও করবে ফেমা। এ ছাড়া নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে ভোটারদের সচেতনতা বৃদ্ধির বিষয়েও প্রচারণা চালাবে। ফেমার প্রেসিডেন্ট মুনিরা খান বলেছেন, এই প্রকল্প বাংলাদেশের জনগণ একটি শান্তিপূর্ণ ও অর্থবহ নির্বাচনে অংশগ্রহণের সহায়তা করবে। পাশাপাশি নির্বাচনী কাঠামো নির্ধারণ ও আগামী নির্বাচন আয়োজনে নেপথ্যে সহায়তা করবে এই প্রকল্প।

সর্বশেষ খবর