বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০১৪ ০০:০০ টা

সরকার পক্ষের যুক্তি উপস্থাপন পিছিয়ে ১২ ও ১৩ জানুয়ারি

সরকার পক্ষের যুক্তি উপস্থাপন পিছিয়ে ১২ ও ১৩ জানুয়ারি

বহুল আলোচিত দশ ট্রাক অস্ত্র আটক মামলায় সরকার পক্ষের কৌঁসুলির যুক্তি উপস্থাপনের সময় পিছিয়েছে। গতকাল চট্টগ্রাম মহানগর পিপি অ্যাডভোকেট কামাল উদ্দিন আহমেদের অসমাপ্ত যুক্তি উপস্থাপনের কথা ছিল। হরতালের কারণে আইনজীবীরা আদালতে হাজির না হওয়ায় বিচারক তা পিছিয়ে আগামী ১২ ও ১৩ জানুয়ারি পুনর্নির্ধারণ করেন। চট্টগ্রামের বিশেষ ট্রাইব্যুনালের বিচারক এস এম মুজিবুর রহমান রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপনের এ সময় নির্ধারণ করেছেন বলে নিশ্চিত করেছেন মহানগর পিপি কামাল উদ্দিন আহমেদ। এর আগে গত ২৫ নভেম্বর রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শুরু করেন তিনি (পিপি)। প্রসঙ্গত, প্রায় সাড়ে তিন বছর অধিকতর তদন্তের পর ২০১১ সালের ২৬ জুন নতুনভাবে আরও ১১ আসামির নাম অন্তর্ভুক্ত করে আদালতে দশ ট্রাক অস্ত্র মামলার সম্পূরক চার্জশিট দাখিল করেন সিআইডির চট্টগ্রাম অঞ্চলের তৎকালীন এএসপি মো. মনিরুজ্জামান। এরপর ওই বছরের ১৫ নভেম্বর আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগ (চার্জ) গঠন করা হয়। ২০১১ সালের ২৯ নভেম্বর থেকে সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে শুরু হয় বিচার। বর্তমানে সাক্ষ্য গ্রহণ শেষে রাষ্ট্রপক্ষে যুক্তি উপস্থাপন চলছে।

 

 

সর্বশেষ খবর