বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০১৪ ০০:০০ টা

রাজাকারের ছেলে মিটিং করেছে

শামীম ওসমান

নারায়ণগঞ্জ-৪ আসনে সদ্য নির্বাচিত সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, 'হঠাৎ করেই শান্ত নারায়ণগঞ্জকে অশান্ত করার পাঁয়তারা চলছে। জেলা আওয়ামী লীগ কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ ও ফতুল্লা থানা আওয়ামী লীগ অফিসে আগুন লাগানো হয়েছে। এটা শুধু জামায়াত-শিবির ও বিএনপির কাজ নয়।' তিনি অভিযোগ করেন, 'এ ঘটনার পর আমরা জানতে পেরেছি নারায়ণগঞ্জের একটি মার্কেটে রাতের আঁধারে গোপন মিটিং হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন শহরের চিহ্নিত জামায়াত নেতা এবং যার বাড়িতে গোলাম আযম পালিয়ে ছিলেন সেই ইকবাল আহমেদ শ্যামল, সুশীলের মুখোশধারী, চিহ্নিত আঙ্গুল কাটা রাজাকার আবু বকরের ছেলে অ্যাডভোকেট মাসুম, আজিজ রাজাকারের ছেলে জহিরসহ কয়েকজন। তাদের পরিকল্পনামাফিক এসব নৈরাজ্য চালানো হচ্ছে যাতে আমরা মাঠে নামি এবং সেই সুযোগে ত্বকি হত্যার মতো ঘটনা ঘটিয়ে আমাদের বিরুদ্ধে আবারও মিথ্যা প্রপাগান্ডা চালানো যায়। এর আগেও ২০০১ সালে আওয়ামী লীগ কার্যালয়ে বোমা মেরে ২০ জনকে হত্যা করা হয়েছিল। ২০০১ থেকে এ পর্যন্ত আমাদের বহু নেতা-কর্মীকে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে। এর পরেও আমরা নেত্রীর নির্দেশে ধৈর্য ধরে আছি। কিন্তু আমরা সাধারণ মানুষের জন্য রাজনীতি করি। তাই নারায়ণগঞ্জে কোনো সাধারণ মানুষের ওপর যদি নৈরাজ্য চালানো হয়, যানবাহনে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটানো হয় তবে আর ছাড় দেওয়া হবে না।' গতকাল বিকালে ফতুল্লা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণকালে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন ফতুল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লুৎফর রহমান স্বপন।

 

 

সর্বশেষ খবর