শিরোনাম
বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০১৪ ০০:০০ টা

ছাত্রলীগ নেতা জনি হত্যা মামলার আসামিরা অধরা

এক বছর অতিবাহিত হলেও চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের আহ্বায়ক আবদুল মালেক চৌধুরী জনি হত্যা মামলার আসামিরা এখনো ধরাছোঁয়ার বাইরে। সদ্যসমাপ্ত নির্বাচনে স্থানীয় এমপির সঙ্গে প্রচারণায় অংশগ্রহণ ও তার গাড়িতে চরে আসামিরা ঘুরে বেড়ালেও পুলিশ তাদের আটক করেনি বলে অভিযোগ মামলার বাদীর। জানা যায়, গত বছরের ৪ জানুয়ারি সকালে নগরীর আন্দরকিল্লায় দক্ষিণ জেলা আওয়ামী লীগ অফিসে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ২৫-৩০ জন সশস্ত্র সন্ত্রাসী অফিসে ঢুকে আবদুল মালেক জনিসহ উপস্থিত নেতা-কর্মীদের ওপর হামলা চালায়। পরে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ৮ জানুয়ারি মারা যান জনি। ঘটনার পরদিন জনির ছোট ভাই আবদুল মাজেদ চৌধুরী রুবেল বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখসহ ১০-১২ অজ্ঞাতনামার বিরুদ্ধে নগরীর কোতোয়ালি থানায় মামলা করেন। দীর্ঘদিনেও মামলার অগ্রগতি না হওয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে গত ৮ মে মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) হস্তান্তর করা হয়। তদন্তের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, শীঘ্রই তদন্ত প্রতিবেদন দেওয়া হবে।

সর্বশেষ খবর