বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০১৪ ০০:০০ টা

গার্মেন্ট রপ্তানিতে সহায়তা দেবে বাংলাদেশ ব্যাংক

গার্মেন্ট, ওভেন ও নিটিং শিল্পে টিটির (টেলিফোনিং ট্রান্সফার) মাধ্যমে রপ্তানি আয়ের ওপর অগ্রিম নগদ সহায়তা দেবে বাংলাদেশ ব্যাংক। গতকাল কেন্দ্রীয় ব্যাংক সব এডি শাখাকে অগ্রিম নগদ সহায়তা দিতে এ নির্দেশ দিয়েছে। রপ্তানিমুখী দেশীয় বস্ত্রখাতের ওভেন, নিটিং ও টেরি টাওয়েলের জন্য প্রচলিত ডকুমেন্টেশন কালেকশনের পাশাপাশি নতুন করে এ সুযোগ দেওয়া হলো। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, টিটির মাধ্যমে অগ্রিম রপ্তানি মূল্য প্রাপ্তির ক্ষেত্রে বিলম্বে মূল্য পরিশোধ ব্যবস্থায় অভ্যন্তরীণ ব্যাক-টু-ব্যাক ঋণপত্র স্থাপনের প্রয়োজন হবে না। সাইট ভিত্তিক অভ্যন্তরীণ ব্যাক-টু-ব্যাক ঋণপত্রের মাধ্যমে স্থানীয়ভাবে উপকরণাদি সংগ্রহ এবং প্রত্যক্ষ রপ্তানিকারক কর্তৃক প্রাপ্ত অগ্রিম মূল্য দ্বারা দায় নিষ্পত্তি করা যাবে। টিটির মাধ্যমে অগ্রিম মূল্য পরিশোধ সরাসরি ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে (এঙ্চেঞ্জ হাউস ব্যতীত) রপ্তানি আদেশে প্রদানকারী বা আমদানিকারক কর্তৃক সম্পন্ন হতে হবে। বস্ত্রখাতে নগদ সহায়তা পরিশোধের বিষয়ে জারি করা অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে।

সর্বশেষ খবর