বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০১৪ ০০:০০ টা

সাম্প্রদায়িক হামলায় বিভিন্ন সংগঠনের নিন্দা

বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলা ও নির্যাতনের প্রতিবাদ এবং নিন্দা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। গতকাল 'রুখে দাঁড়াও বাংলাদেশ'র পক্ষে নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন এমিরেটাস অধ্যাপক আনিসুজ্জামান, সৈয়দ শামসুল হক, ড. আকবর আলি খান প্রমুখ। বিবৃতিতে তারা বলেন, যশোর, দিনাজপুর, গাইবান্ধা, রংপুর ও চট্টগ্রামে জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা করছে। তাদের বাড়িঘর পুড়িয়ে দিচ্ছে। তারা সন্ত্রাসীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এ ছাড়াও নিন্দা জানিয়েছে সাম্প্রদায়িকতা বিরোধী সাংবাদিক মঞ্চ, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, সাম্প্রদায়িকতা প্রতিরোধ ব্রিগেড, বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগ, আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ, জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চ, সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিরোধে প্রগতিশীল সংগঠনসমূহ।

সর্বশেষ খবর