রবিবার, ১৯ জানুয়ারি, ২০১৪ ০০:০০ টা

\\\'যুদ্ধাপরাধের বিচার নিয়ে আর কথা বলবে না পাকিস্তান\\\'

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন, বাংলাদেশের চলমান যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া নিয়ে আর কোনো মন্তব্য করবে না পাকিস্তান। জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি মাসুদ খান বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. আবদুল মোমেনকে ইসলামাবাদের এ অবস্থানের কথা জানিয়েছেন। প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম গতকাল সাংবাদিকদের এ কথা বলেছেন। বাংলাদেশের যুদ্ধাপরাধের বিচার নিয়ে পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতিতে আগে থেকেই নানান বিক্ষোভ-সমাবেশ চলছিল। কিন্তু সর্বশেষ মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের রায় অনুসারে যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফাঁসি হলে পাকিস্তানের পার্লামেন্টে নিন্দা ও শোক প্রস্তাব আনা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর