দেশের দ্বিতীয় বৃহত্তম আশুগঞ্জ ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট নির্মাণে সিনাম ইঞ্জিনিয়ারিং লিমিটেড ১০ হাজার টন বসুন্ধরা সিমেন্ট কিনবে। এ উপলক্ষে গত রবিবার সন্ধ্যায় গুলশানের হোটেল ওয়েস্টিনে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর ও সিনাম ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী নাসিম আহমেদ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনাম ইঞ্জিনিয়ারিং লিমিটেডের চেয়ারম্যান মতিউর রহমান, পরিচালক প্রকৌশলী এ এম এম ইরশাদ, মো. ইমতিয়াজ হোসেন, বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা (তথ্য ও গণমাধ্যম) মোহাম্মদ আবু তৈয়ব, বসুন্ধরা সিমেন্টের উপ-ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম মাহবুব-উজ-জামান, হেড অব এইচ আর লে. ক. (অব.) খন্দকার আবদুল ওয়াহেদ, হেড অব ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং এম এম জসীম উদ্দীন, জেনারেল ম্যানেজার (সেলস) খন্দকার কিংশুক হোসেন, ব্র্যান্ড ম্যানেজার আশিকুর রহমান, ইনচার্জ (কর্পোরেট সেলস) মো. মনিরুজ্জামান, হুন্দাই ইঞ্জিনিয়ারিং লিমিটেডের প্রকল্প পরিচালক ইউ ওয়াং তাই ও ম্যানেজার ওহ সি জন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়, ইতোমধ্যে ওই প্রকল্প এলাকায় দুটি সাইলো স্থাপন করা হয়েছে। দেশের সর্বপ্রথম, সর্ববৃহৎ ও সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি বসুন্ধরা সিমেন্টের গুণগত মানের উৎকর্ষের কারণে অবকাঠামো নির্মাণকারী প্রতিষ্ঠান সিনাম ইঞ্জিনিয়ারিং লিমিটেড এই প্রকল্পে বসুন্ধরা সিমেন্ট ব্যবহার করেছে। দেশের দ্বিতীয় বৃহত্তম আশুগঞ্জ পাওয়ার প্লান্টটি দক্ষিণ কোরিয়ার হুন্দাই ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডের তত্ত্বাবধায়নে সিনাম ইঞ্জিনিয়ারিং লিমিটেড কাজ করছে।