শনিবার, ১০ মে, ২০১৪ ০০:০০ টা

হত্যা-গুমের রাজনীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

ড. হাছান মাহমুদ

আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, যারা হত্যা, গুমের রাজনীতি করছেন তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে। হত্যা ও গুমের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার আন্তরিক। গতকাল জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু একাডেমির এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জের ঘটনায় বিএনপির বিরুদ্ধে তদন্ত করা প্রয়োজন জানিয়ে হাছান মাহমুদ বলেন, যারা দিনদুপুরে পেট্রলবোমা নিক্ষেপ করে মানুষ হত্যা করে, যারা প্রকাশ্যে চোরাগোপ্তা হামলার হুমকি দেয়, তাদের (বিএনপি) সঙ্গে নারায়ণগঞ্জের হত্যা-গুমের সম্পৃক্ততা আছে কি-না তদন্ত করা প্রয়োজন। সবাইকে নিয়ে আমরা হত্যা-গুমের রাজনীতি থেকে বেরিয়ে আসব।" সংগঠনের উপদেষ্টা চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য সুজিত রায় নন্দী, উপ-সম্পাদক গোলাম সরোয়ার কবির প্রমুখ।

সর্বশেষ খবর