শনিবার, ১০ মে, ২০১৪ ০০:০০ টা
ড. ওয়াজেদ স্মরণসভায় খাদ্যমন্ত্রী

অপরাধী যত শক্তিশালীই হোক তার বিচার হবে

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার স্মরণসভায় খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, নারায়ণগঞ্জে অপহরণের পরে সাত খুনের ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিরা যতবড় শক্তিশালীই হোক তাদের বিচারের আওতায় আনা হবে। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটির তৃতীয় তলায় খাজা নিজামুদ্দিন মিলনায়তনে ড. এম এ ওয়াজেদ মিয়ার পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শেখ রাসেল শিশু সংসদ এ স্মরণসভার আয়োজন করে। এদিকে আলোচনা সভা, মিলাদ মাহফিল, দরিদ্রদের মাঝে খাবার বিতরণ, শ্রদ্ধা নিবেদন, কবর জিয়ারতসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ড. এম এ ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে গতকাল। এ উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়,ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে, ধানমন্ডির সুধাসদনে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সুধাসদনে মিলাদ মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহানা, স্পিকার শিরীন শারমিন চৌধুরীসহ দলের সিনিয়র নেতা, ও মন্ত্রীরা অংশ নেন।

সর্বশেষ খবর