শনিবার, ১০ মে, ২০১৪ ০০:০০ টা

তদারকির অভাবে খুলনার উন্নয়ন হয়নি

খুলনার সার্বিক উন্নয়নে রাজনৈতিক অঙ্গীকার জরুরি। এখানকার জনপ্রতিনিধিদের দায়িত্বশীল, সঠিক ও তদারকির অভাবেই দীর্ঘদিন ধরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। এ কারণে আগামী বাজেটে খুলনার উন্নয়নে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ যাতে পাওয়া যায় সে বিষয়টি সরকারের নজরে আনাতে হবে। এ কাজে জনপ্রতিনিধিদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। গতকাল খুলনা প্রেসক্লাবে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন শেখ আশরাফ-উজ-জামান। বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, সংসদ সদস্য পঞ্চানন বিশ্বাস, খুলনা সিটি মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান, সাংবাদিক নেতা লিয়াকত আলী, উন্নয়ন কমিটির শেখ মোশাররফ হোসেন, শিক্ষক প্রতিনিধি মো. শহীদুল ইসলাম, মুক্তিযোদ্ধা মো. জাফর আহমেদ প্রমুখ। বক্তারা বলেন, মাত্র ১০ কোটি টাকার কারণে দাদা ম্যাচের কয়েকশ শ্রমিক এখন মানবেতর জীবন কাটাচ্ছেন। দেড় শ বছরের দৌলতপুর মুহসীন স্কুল সরকারি করণের জন্য আন্দোলন করতে হচ্ছে। সঠিক তদারকির অভাবে ও আমলাতান্ত্রিক জটিলতায় এখনো খুলনায় গ্যাস সরবরাহ কাজ শেষ হয়নি।

সর্বশেষ খবর