রবিবার, ১১ মে, ২০১৪ ০০:০০ টা

বরিশালে ৩৮ মন জাটকা আটক

বরিশালে ৩৮ মন জাটকা আটক

বরিশাল নগরীর রূপাতলী এলাকায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর টোলঘরের সামনে থেকে ট্রাক বোঝাই ৩৮ মন জাটকা উদ্ধার করেছে মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা। শনিবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গিয়ে এ বিপুল পরিমাণ জাটকা উদ্ধার করেন তারা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ বিষয়ে বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা বিমল চন্দ্র দাস জানান, রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার লাহারহাট থেকে ট্রাক যোগে প্রায় ৩৮ মন নিষিদ্ধ জাটকা মাছের চালান ঢাকায় পাচার করা হচ্ছিলো। গোপন খবরের ভিত্তিতে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর টোলঘর থেকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. কামরুজ্জামানের উপস্থিতিতে মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা সেখানে উপস্থিত হয়ে এ বিপুল পরিমাণ জাটকা জব্দ করি।

জাটকা বোঝাই ট্রাকটির নম্বর ঢাকা মেট্রো-ন ১১-৪২৮৬। জব্দকৃত ৩৮ মন জাটকা মাছ শহরের বিভিন্ন মাদ্রাসায় বিতরণ করা হয়েছে বলে জানান বিমল চন্দ্র দাস।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর