রবিবার, ১১ মে, ২০১৪ ০০:০০ টা

ল্যাবএইডের ৫ ডাক্তারের বিরুদ্ধে মামলা

ল্যাবএইডের ৫ ডাক্তারের বিরুদ্ধে মামলা

ল্যাব এইড কার্ডিয়াক হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এএম শামীমসহ ৫ ডাক্তারের বিরুদ্ধে ঢাকার একটি আদালতে মামলা দায়ের করা হয়েছে। অবহেলা ও ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে এ মামলা করা হয়েছে।

আজ রবিবার ভুল চিকিৎসায় মারা যাওয়া রোগী কুমিল্লা দাউদকান্দি পৌরসভার মেয়র নাসির উদ্দিন আহমেদের স্ত্রী মাহমুদা আহাম্মেদ বাদী হয়ে ঢাকা সিএমএম আদালতে মামলাটি দায়ের করেন।

মামলায় অভিযোগ আনা হয়েছে, শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য নাসির উদ্দিন আহমেদ ল্যাব এইড কার্ডিয়াক হাসপাতালে এলে চিকিৎসকরা তাকে এনজিওগ্রাম শেষে ওপেন হার্ট সার্জারির পরামর্শ দেন।

কেবল আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য রোগীর ফুসফুসে পানি জমে থাকার বিষয়টি গোপন করেই ৫ পাঁচ এপ্রিল তার সার্জারি করেন চিকিৎসকরা। পরবর্তীতে শ্বাসকষ্টসহ নানা সমস্যা দেখা দেয়। ডাক্তারদের ভুল চিকিৎসা এবং অবহেলার কারণে ২৫ এপ্রিল নাসির উদ্দিন মারা যান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর