রবিবার, ১১ মে, ২০১৪ ০০:০০ টা

\\\'চিকিৎসকদের মধ্যেও রোগ ঢুকে পড়েছে\\\'

\\\'চিকিৎসকদের মধ্যেও রোগ ঢুকে পড়েছে\\\'

চিকিৎসকদের মধ্যেও রোগ ঢুকে পড়েছে বলে মন্তব্য করেছ্নে বাংলাদেশের সংবিধান প্রণেতা ও গণফোরামের চেয়ারম্যান ড. কামাল হোসেন।

তিনি বলেছেন, 'দেশে অনেক কিছুই ঘটছে তা নিয়ে আমরা উদ্বিগ্ন। চারদিকে গুম-খুন আর আইন অবমাননার উৎসব চলছে। চিকিৎসকদের মধ্যেও রোগ ঢুকে পড়েছে। মানসিক রোগ। তারা লিফটে উঠাকে কেন্দ্র করে মারামারি করছেন।'

চিকিৎসকদের এ রোগের কারণে রোগীরা চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

আজ রবিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ঐক্যবদ্ধ ছাত্রসমাজ আয়োজিত 'গুম, খুন ও অপহরণ মুক্ত বাংলাদেশ চাই, জীবনের নিরাপত্তা চাই' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন।

ড. কামাল বলেন, 'সবাই দায়িত্ববোধ হারিয়ে ফেলছে। ব্যক্তি ও দলীয় স্বার্থে জাতীয় স্বার্থ বিসর্জন হয়ে যাচ্ছে। এ জন্য বিশ্ববিদ্যালয়, প্রশাসন ও হাসপাতাল ভালোভাবে চলছে না।'

তিনি বলেন, 'এ দেশের মানুষ সব ধরনের অধিকার থেকে বঞ্চিত। মোলিক অধিকার আদায়ে ছাত্রসমাজকে এগিয়ে আসতে হবে। তাহলেই দেশবাসী জেগে উঠবে। কেননা ছাত্ররাই ৫২’র ভাষা আন্দোলন, ৬৯’র গণঅভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে।'

ঐক্যবদ্ধ ছাত্রসমাজের সভাপতি আজম রুপুর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।

অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন- গণতান্ত্রিক আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, অ্যাডভোকেট জগলুল হায়দার প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর