রবিবার, ১১ মে, ২০১৪ ০০:০০ টা

ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাসকারীদের সরে যেতে মাইকিং

ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাসকারীদের সরে যেতে মাইকিং

মৌসুমের প্রথম ভারী বষর্ণে পাহাড় ধসের আশঙ্কায় চট্টগ্রাম বন্দর নগরীর বিভিন্ন পাহাড়ে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদে সরে যেতে মাইকিং করেছে জেলা প্রশাসন।

আজ রবিবার সকাল থেকে নগরীর টাইগার পাস, লালখান বাজার মতিঝর্ণা, আকবর শাহসহ বিভিন্ন পাহাড়ি এলাকায় মাইকিং করা হচ্ছে।

এর আগে গত শনিবার এসব পাহাড়ের আড়াই শতাধিক পরিবারকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে নবগঠিত প্রাণহানি ও পাহাড় ধস প্রতিরোধ কমিটি।

চট্টগ্রামের পাহাড় ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম আবদুল কাদের বলেন, 'পাহাড় ধসের মাধ্যমে যেকোনও ধরনের প্রাণহানি ও ক্ষয়ক্ষতি রোধে জেলা প্রশাসনের উদ্যোগে সিটি করপোরেশন ও পুলিশ প্রশাসনের সহায়তায় মাইকিং করে লোকজনকে নিরাপদ স্থানে চলে যেতে বলা হচ্ছে।'

সরে যাওয়া লোকজনকে অস্থায়ীভাবে স্থানীয় স্কুলগুলোয় আশ্রয় দেয়া হবে বলেও জানান তিনি।

এদিকে, আজ ভোর থেকে টানা ভারী বর্ষণে নগরীর অধিকাংশ নিচু এলাকা তলিয়ে গেছে। জলাবদ্ধতায় যানবাহন সঙ্কটসহ নানা কারণে দুর্ভোগে পড়েছে কর্মজীবী মানুষ। ভোর ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ৯ ঘণ্টায় নগরীতে ১৭৭ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পতেঙ্গা আবহাওয়া অফিস।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর