রবিবার, ১১ মে, ২০১৪ ০০:০০ টা

৯৭৭ গাড়ির বিরুদ্ধে মামলা, আটক ১০৬

৯৭৭ গাড়ির বিরুদ্ধে মামলা, আটক ১০৬

রাজধানীতে কালো গ্লাসের গাড়ির বিরুদ্ধে পরিচালিত অভিযানের প্রথম দিনে ৯৭৭ টি মামলা দায়ের হয়েছে। পাশাপাশি ১০৬টি গাড়ি আটক করা হয়েছে।

ট্রাফিকের ৪ বিভাগে সকাল থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত এসব মামলা দায়ের করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ট্রাফিক বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (মিডিয়া) সহকারী পুলিশ কমিশনার আবু ইউসুফ সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে ট্রাফিক কন্ট্রোল রুম থেকে জানা যায়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পূর্ব বিভাগে মামলা দায়ের করা হয়েছে মোট ২৮৭টি। পশ্চিম বিভাগে দায়ের করা হয়েছে ৮৭টি মামলা। এছাড়াও উত্তর বিভাগে ৪২৮ ও দক্ষিণ বিভাগে ১৭৫টি মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি দক্ষিণ বিভাগে ১০৬টি গাড়ি আটক করা হয়েছে।

উত্তর বিভাগের উপ-কমিশনার সাবিদ হোসেন বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের অভিযান অব্যাহত রেখেছি।

সম্প্রতি দেশে অপহরণের ঘটনা বেড়ে যাওয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় কালোগ্লাসের গাড়ি গুলোকে সাদা গ্লাস করার পরামর্শ দেয়। একইসঙ্গে যারা এই নির্দেশ মানবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়ে দেওয়া হয়।

আর এর জন্য সময় বেঁধে দেওয়া হয় ১০ মে। আর এই সময় শেষ হওয়ার পর ১১ মে থেকে পুলিশের ট্রাফিক বিভাগ এই অভিযান শুরু করে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর