বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০১৪ ০০:০০ টা
রেলের অফিস সহকারী পদ

এক পদে প্রতিদ্বন্দ্বী ৫০ জন

রেলওয়ে পূর্বাঞ্চলের অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটরের ১৩৩টি পদে প্রায় সাড়ে ৬ হাজারেরও বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামীকাল শুক্রবার সকাল ১০টা থেকে চট্টগ্রাম ও রাজশাহীতে পৃথকভাবে পাঁচটি কেন্দ্রে এ পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর নিয়োগ কমিটির আহ্বায়ক ও চিফ পার্সোনাল অফিসার (সিপিও) অজয় কুমার পোদ্দার বলেন, অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটরের ১৩৩টি পদে চট্টগ্রাম ও রাজশাহীতে ৫টি কেন্দ্রে পৃথকভাবে লিখিত পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল।

কেন্দ্রগুলো হচ্ছে- চট্টগ্রামের পাহাড়তলী রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়, রেলওয়ে পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজ, পলোগ্রাউন্ড বহুমুখী হাইস্কুল এবং রাজশাহীস্থ নিউ গভঃ সরকারি ডিগ্রি কলেজ। এ পদে প্রায় সাড়ে ৬ হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পরীক্ষা সুষ্ঠুভাবে শেষ করার জন্য সব প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর