বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০১৪ ০০:০০ টা

খুলনায় সাত ভুয়া ডাক্তারের কারাদণ্ড

খুলনায় সাত ভুয়া ডাক্তারের কারাদণ্ড

খুলনায় সাত ভুয়া চিকিৎসককে গ্রেফতার করে প্রত্যেককে আর্থিক জরিমানাসহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল বিকালে র্যাব-৬, খুলনার নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচ এম আনোয়ার পাশা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই কারাদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে খুলনা নগরীর সাহাবুদ্দিন ডেন্টাল কেয়ারের গাউসুল আযম, এএন ডেন্টাল কেয়ারের সৌমেন, রংধনু ক্লিনিকের ইব্রাহিম বাহাদুরকে ৯ মাস করে কারাদণ্ড, ১ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া মিম নার্সিং হোমের ফেরদাউসুর রহমান, খুলনা ডায়াগনস্টিক সেন্টারের পঞ্চানন মহালী ও সেবা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের অনুপ মিত্রকে দুই বছর করে জেল, ২ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিন মাস করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। র্যাব-৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এনামুল আরিফ সুমন জানান, গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে গতকাল দিনভর অভিযান চালিয়ে সাতজন ভুয়া চিকিৎসককে গ্রেফতার করা হয়।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর