বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০১৪ ০০:০০ টা

১৬ বছর পর রাজবাড়ী ফরিদপুর রুটে ট্রেন চলাচল শুরু

১৬ বছর পর রাজবাড়ী ফরিদপুর রুটে ট্রেন চলাচল শুরু

দীর্ঘ ১৬ বছর পর গতকাল থেকে রাজবাড়ী-ফরিদপুর রুটে ট্রেন চলাচল পুনরায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এ উপলক্ষে রাজবাড়ী রেলস্টেশনে শুভ সন্ধিক্ষণ নামে একটি আনন্দ সমাবেশ অনুষ্ঠিত হয়। রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী এতে প্রধান অতিথি ছিলেন। বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী মোশারফ হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন্নাহার চৌধুরী, রাজবাড়ীর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম খান, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. এমএ খালেক, পৌর আওয়ামী লীগের সভাপতি মহম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি জ্যোতিশংকর ঝন্টু, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, জাসদ সভাপতি আহমেদ নিজাম মন্টু প্রমুখ। সমাবেশে বক্তারা রাজবাড়ী-ভাটিয়াপাড়া ও রাজবাড়ী-ফরিদপুর রেলপথে একটি লোকাল ট্রেন দেওয়া ও শিলিগুড়ি ট্রেনটি পুনরায় চালুর দাবি জানান। অনুষ্ঠান শেষে দুপুর ১টায় ফরিদপুর এক্সপ্রেস নামক আন্তঃনগর ট্রেনটি রাজবাড়ী রেলস্টেশন থেকে ফরিদপুরের উদ্দেশে ছেড়ে যায়।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর