বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০১৪ ০০:০০ টা

এজেন্সির প্রতারণায় ৫৮১ জনের হজ অনিশ্চিত

দায়ীদের লাইসেন্স বাতিলের সুপারিশ সংসদীয় কমিটির

হজ এজেন্সির প্রতারণার কারণে এবার ৫৮১ জন হজযাত্রী অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। নাম ঠিকানায় গরমিল থাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে যারা যে এজেন্সির মাধ্যমে হজে যেতে চাচ্ছেন সে এজেন্সিকে ২৬ আগস্টের মধ্যে সব ধরনের ঝামেলা মেটানোর নির্দেশ দিয়েছে সংসদীয় কমিটি। একই সঙ্গে কোনো এজেন্সির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পেলেই তাৎক্ষণিকভাবে লাইসেন্স বাতিল করতে মন্ত্রণালয়কে পদক্ষেপ গ্রহণেরও সুপারিশ করা হয়েছে। সংসদ ভবনে গতকাল অনুষ্ঠিত ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান কমিটির সভাপতি বজলুল হক হারুন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, কমিটির সদস্য নজিবুল বশর মাইজভাণ্ডারি, এম এ আউয়াল, আমির হোসেন, হাবের সিনিয়র সহসভাপতি আবুল কবির খান প্রমুখ।
কমিটির সভাপতি বলেন, লক্ষাধিক হাজির মধ্যে ৫৮১ জনের নাম ঠিকানায় গরমিল পাওয়া গেছে। তবে আশা করছি, তারা এ সমস্যার সমাধান করতে পারবে। তিনি বলেন, গত বছর ১৪১ জন প্রতারণার শিকার হয়ে হজে যেতে পারেননি। এবার ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে তাদেরকে হজে পাঠানোর সম্পূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে তিনজন মারা গেছেন ও দুজন যেতে পারবেন না বলে জানিয়েছেন। বাকি ১৩৬ জন কেবল বিমানের টিকিট কেটেই হজে যাওয়ার সুযোগ পাবেন।
কমিটির সদস্য নজিবুল বশর মাইজভাণ্ডারি বলেন, এবার হাজিদের জন্য সব ধরনের সুযোগ আমরা নিশ্চিত করেছি। বিগত ৪০ বছরের মধ্যে এবারই কাবা শরিফের সবচেয়ে কাছে হাজিদের বাড়ি ভাড়া নেওয়া হয়েছে। প্রসঙ্গত, আগামী ২৬ আগস্ট প্রধানমন্ত্রী প্রথম হজ ফ্লাইটের উদ্বোধন করবেন।
 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর