বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০১৪ ০০:০০ টা

কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে অস্ট্রেলিয়ার আগ্রহ

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, অস্ট্রেলিয়া বাংলাদেশে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে আগ্রহ প্রকাশ করেছে। অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশের ব্যবসায়িক সম্পর্ক দীর্ঘদিনের। গত অর্থ বছরে বাংলাদেশ অস্ট্রেলিয়ার বাজারে ৪৭৯ দশমিক ৩৮ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে একই সময়ে অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশ ৫৯২ দশমিক ৬৩ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য আমদানি করেছে। মন্ত্রী বলেন, অস্ট্রেলিয়ার বাজারে বাংলাদেশের তৈরি পোশাক, সিরামিক, জুট ব্যাগ, টেবিল ওয়্যার, চামড়াজাত পণ্য ইত্যাদি রপ্তানির সুযোগ রয়েছে। বাংলাদেশ অস্ট্রেলিয়ার বাজারে পণ্যের রপ্তানি বৃদ্ধির জন্য উদ্যোগ গ্রহণ করেছে। মন্ত্রী গতকাল সচিবালয়ে ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার গ্রিগ উইলককের সঙ্গে মতবিনিময় করে এ কথা বলেন। বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন এ সময় উপস্থিত ছিলেন।
 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর