বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০১৪ ০০:০০ টা

ডুয়েটে ভর্তি পরীক্ষা ৮ সেপ্টেম্বর

গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)-এর বিএসসি ইঞ্জিনিয়ারিং/বি.আর্ক প্রোগ্রামে ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ০৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে ভর্তি পরীক্ষার জন্য মনোনীত প্রার্থীদের আসন বণ্টন বিশ্ববিদ্যালয়ের নোটিস বোর্ডে টাঙিয়ে দেওয়া হয়েছে।

প্রথম শিফটে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে পুরকৌশল, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, স্থাপত্য এবং ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষা। আর দ্বিতীয় শিফটে দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, যন্ত্রকৌশল এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের পরীক্ষা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এ বছর সাতটি বিভাগে ৫৪০ আসনের বিপরীতে বাছাই করে চার হাজার ৩৭৭ জন শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। প্রতি আসনের জন্য গড়ে লড়ছে আটজন পরীক্ষার্থী।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর