বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০১৪ ০০:০০ টা
নদীভাঙন প্রতিরোধ দাবি

কীর্তনখোলা নদী অবরোধ মানববন্ধন-পিকেটিং

কীর্তনখোলা নদীর ভাঙনে নদীগর্ভে হারিয়ে গেছে দোকান, ফসলি জমি, পুকুর, মাছের ঘের, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান। বিভিন্ন সময়ে সরকারের বিভিন্ন মহলে আবেদন-নিবেদন করেও শেষ সম্বল রক্ষা করতে পারেনি বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের লামচরি, চরআবদানী ও বেলতলা গ্রামের মানুষ। তাই সরকারের শীর্ষ মহলের দৃষ্টি আকর্ষণের জন্য এবার তারা ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছে। নদী ভাঙন প্রতিরোধের দাবিতে গতকাল বেলা ১১টায় বেলতলা ফেরিঘাটে কীর্তনখোলা নদী অবরোধ এবং মানববন্ধন করেছে স্থানীয় বাসিন্দারা। এ সময় বিভিন্ন নৌযানে পিকেটিং করে তারা। 'আমরা বাঁচতে চাই' নামে স্থানীয় একটি সংগঠন ব্যতিক্রমী এ কর্মসূচির আয়োজন করে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর