বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০১৪ ০০:০০ টা

রাই-কৃষ্ণ পদাবলী পরিবেশিত

রাই-কৃষ্ণ পদাবলী পরিবেশিত

রাধা-কৃষ্ণের অমর প্রেম উপাখ্যান নিয়ে গঙ্গা-যমুনা নাট্য ও সাংস্কৃতিক উৎসবের তৃতীয় দিন গতকাল সন্ধ্যায় নাচের দল নৃত্যাঞ্চল পরিবেশন করে গীতিনৃত্যনাট্য ‘রাই-কৃষ্ণ পদাবলী’। গানের সঙ্গে নাচের নান্দনিক সমন্বয়ের এই নৃত্যনাট্যটির প্রতিটি দৃশ্যকল্পই সংস্কৃতি অনুরাগী দর্শকশ্রোতাদের বিনোদিত করেছে আশাতীতভাবে। প্রতিটি দৃশ্যকল্পের পরই দর্শকদের মুহুর্মুহু করতালি নাচের দল নৃত্যাঞ্চলকে সিক্ত করেছে গভীর অনুরাগ ও ভালোবাসায়। দর্শকদের হৃদয় নিংড়ানো ভালোবাসা ও প্রশংসার জবাবে নৃত্যাঞ্চলও তাদের পরিবেশনায় রেখেছে শিল্প মানের ছাপ। এই গীতিনৃত্যনাট্যটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন শামীম আরা নীপা ও শিবলী মুহম্মদ। উৎসবের তৃতীয় দিন গতকাল সন্ধ্যায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে গীতিনৃত্যনাট্য ‘রাই-কৃষ্ণ পদাবলী’ পরিবেশনের পাশাপাশি একই সময়ে একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হয় আগন্তুক নাট্যদলের নাটক ‘অন্ধকারে মিথেন’।
 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর