বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০১৪ ০০:০০ টা

এক মাসে রেমিট্যান্স কমেছে ২২ শতাংশ

ঊর্ধ্বগতি থাকলেও এবার রেমিট্যান্স প্রবাহে কিছুটা ভাটা পড়েছে। মাসিক হিসেবে চলতি বছরের জুলাইয়ে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স আসে বাংলাদেশে। তবে আগস্টে এই হার কমেছে প্রায় ২২ শতাংশ। গত আগস্টে রেমিট্যান্স এসেছে ১১৬ কোটি মার্কিন ডলার। জুলাইয়ে যা ছিল ১৪৯ কোটি ডলার। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যানে এ তথ্য জানা গেছে। জানা গেছে, রাষ্ট্রায়ত্ত চারটি ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৩৭ কোটি ৯৬ লাখ মার্কিন ডলার। বিশেষায়িত একটি ব্যাংক থেকে রেমিট্যান্স এসেছে ১ কোটি ৫৮ লাখ মার্কিন ডলার। বেসরকারি ৩৯টি ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৭৫ কোটি ৭ লাখ মার্কিন ডলার। বিদেশি ৯টি ব্যাংক থেকে রেমিট্যান্স এসেছে ১ কোটি ৩৮ লাখ মার্কিন ডলার। রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বগতি থাকায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ২২ বিলিয়ন ডলার।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর