শিরোনাম
মঙ্গলবার, ৩ মার্চ, ২০১৫ ০০:০০ টা
নাম সর্বস্ব সংগঠনের অনুষ্ঠানে অংশগ্রহণ

মন্ত্রীদের তুলাধোনা করলেন সহযোগী সংগঠনের নেতারা

বঙ্গবন্ধু ও পরিবারের সদস্যদের নামে গড়ে ওঠা নাম সর্বস্ব সংগঠনের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করায় কেন্দ্রীয় নেতা ও মন্ত্রীদের সমালোচনা করেছেন আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতারা। গতকাল ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ঐতিহাসিক ৭ মার্চের জনসভা সফল করতে মহানগর ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে এক যৌথ সভায় তারা এ সমালোচনা করেন। সহযোগী সংগঠনের কয়েক নেতা বলেন, দলের অনেক সিনিয়র নেতা, মন্ত্রী আছেন যারা জাতির জনক বঙ্গবন্ধুর নামে গড়ে ওঠা ভুঁইফোড় সংগঠনের কর্মসূচিতে যোগ দেন। এসব অধিকাংশ সংগঠনের নেতারা বিভিন্ন দল থেকে আসা সুবিধাবাদী শ্রেণির। কারো কারো বিরুদ্ধে জামায়াত-বিএনপির রাজনীতির সংশ্লিষ্টতাও রয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। উপস্থিত ছিলেন অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, ডা. দিপু মনি, আ ফ ম বাহাউদ্দিন নাসিম, বিএম মোজাম্মেল হক, খালিদ মাহমুদ চৌধুরী, ড. আবদুস সোবহান গোলাপ, আফজাল হোসেন, হাবিবুর রহমান সিরাজ, সুজিত রায় নন্দী, এস এম কামাল, এমএ আজিজ, শহীদ সেরনিয়াবাত, অ্যাডভোকেট মোল্লা মো. আবু কাওছার, পঙ্কজ দেবনাথ, এইচএম বদিউজ্জামান সোহাগ, সিদ্দিকী নাজমুল আলম, ইসমাইল চৌধুরী সম্রাট, রেজাউল করিম, ইসমাইল হোসেন প্রমুখ। বৈঠক সূত্র জানায়, বৈঠকে স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোল্লা মো. আবু কাওছার বলেন, আমাদের দলের অনেক কেন্দ্রীয় নেতা, মন্ত্রী রয়েছেন যারা নাম সর্বস্ব সংগঠনের ব্যানারে গিয়ে বক্তৃতা করেন। এসব সংগঠনের নেতাদের অনেকেই বিএনপি-জামায়াতের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট। এসব সংগঠনের কর্মসূচিতে না গিয়ে দলের সহযোগী সংগঠন অনেক কর্মসূচি পালন করে, সেগুলোতে অংশগ্রহণ করলে ভালো হয়।

সর্বশেষ খবর