মঙ্গলবার, ৩ মার্চ, ২০১৫ ০০:০০ টা

৮০ লাখ টাকার টেন্ডার ছিনতাইয়ে ছাত্রলীগ!

৮০ লাখ টাকার টেন্ডার ছিনতাইয়ে ছাত্রলীগ!

সিলেটে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) ৮০ লাখ টাকার টেন্ডার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। টেন্ডার বাক্স ভেঙে ভিতরে রক্ষিত দরপত্র ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। এ ঘটনার সঙ্গে ছাত্রলীগ নেতা-কর্মীরা জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। দরপত্র ছিনতাইয়ের কারণে টেন্ডার বাতিল করেছে কর্তৃপক্ষ। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানিয়েছে, টেন্ডার ছিনতাইয়ের ঘটনায় ছাত্রলীগের তিনটি গ্রুপ জড়িত। নিজেরা টেন্ডার হাতিয়ে নিতে না পেরে বাক্স ভেঙে দরপত্র ছিনিয়ে নিয়েছে। মহানগর ছাত্রলীগের সভাপতি রাহাত তরফদার জানান, ছাত্রলীগ টেন্ডার ছিনতাই করেছে এমন কোনো ঘটনা তার জানা নেই। এলজিইডির নির্বাহী প্রকৌশলী স্বপনকান্তি পাল জানান, সিলেট সদর, ফেঞ্চুগঞ্জ, গোলাপগঞ্জ ও জকিগঞ্জের বিভিন্ন অফিসের ৮০ লাখ টাকার ফার্নিচার কেনার জন্য দরপত্র আহ্বান করা হয়েছিল। আজ (সোমবার) দরপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। সকাল সাড়ে ১০টার দিকে একটি মোটরসাইকেলে দুই যুবক এসে টেন্ডার বাক্স ভেঙে ভিতরে রক্ষিত একটি শিডিউল (দরপত্র) ছিনিয়ে নেয়।

 

সর্বশেষ খবর