মঙ্গলবার, ৩ মার্চ, ২০১৫ ০০:০০ টা
মানবতাবিরোধী অপরাধের বিচার

তাহের ও ননীর বিচার শুরু

তাহের ও ননীর বিচার শুরু

মানবতাবিরোধী অপরাধে নেত্রকোনার ওবায়দুল হক তাহের ও আতাউর রহমান ননীর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। গতকাল বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ তাদের বিরুদ্ধে ছয়টি অভিযোগ গঠন করেন। আইনজীবীরা জানান, এর মধ্য দিয়ে এ মামলার বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আগামী ৫ এপ্রিল প্রসিকিউশনের উদ্বোধনী বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্য-গ্রহণ শুরুর দিন ধার্য করা হয়েছে। তাহের ও ননীকে কারাগার থেকে গতকাল ট্রাইবু্যুনালে হাজির করা হয়। অভিযোগের জবাবে তাদের দোষী না নির্দোষ জিজ্ঞাসা করা হলে তারা নিজেদের নির্দোষ বলে দাবি করেন। এদিকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামালপুরের আট ব্যক্তির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল-২। ওই আট ব্যক্তি হলেন- জামালপুরের মোহাম্মদ আশরাদ হোসেন, অধ্যাপক শরীফ আহমেদ ওরফে শরীফ  হোসেন, মোহাম্মদ আবদুল মান্নান, মোহাম্মদ আবদুল বারী, মো. হারুন, মোহাম্মদ আবুল হাসেম, অ্যাডভোকেট মোহাম্মদ শামসুল হক এবং এস এম ইউসুফ আলী।

 

সর্বশেষ খবর