মঙ্গলবার, ৩ মার্চ, ২০১৫ ০০:০০ টা

বিদেশ গমনেচ্ছু নারীদের নিবন্ধন শুরু বৃহস্পতিবার

আগামী বৃহস্পতিবার থেকে সৌদি আরবসহ বিদেশ গমনেচ্ছু নারী কর্মীদের নিবন্ধন শুরু হতে যাচ্ছে। এ দফায় কোনো পুরুষ কর্মী নিবন্ধন করতে পারবেন না। প্রবাসী জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক বেগম শামসুন নাহার গতকাল এ তথ্য জানান। তিনি জানান, প্রথম পর্যায়ে ১১ মার্চ পর্যন্ত শুধু ঢাকা বিভাগের বাসিন্দারা নিবন্ধন করতে পারবেন। এরপর ১২ থেকে ১৬ মার্চ রাজশাহী ও রংপুর, ১৭ থেকে ২৩ মার্চ চট্টগ্রাম ও সিলেট এবং ২৪ থেকে ২৮ মার্চ খুলনা ও বরিশাল বিভাগে নিবন্ধন হবে। দেশের প্রতিটি ইউনিয়ন, পৌরসভা এবং সিটি করপোরেশনের নগর তথ্যসেবা কেন্দ্রে এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ে নিবন্ধন করা যাবে। প্রতি কর্মদিবসে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নিবন্ধন চলবে। নিবন্ধনের জন্য ৩০০ টাকা খরচ হবে। এর মধ্যে সরকারি ফি ২০০ টাকা। ফরম পূরণে সহায়তার জন্য উদ্যোক্তাকে দিতে হবে ১০০ টাকা।

সর্বশেষ খবর