মঙ্গলবার, ৩ মার্চ, ২০১৫ ০০:০০ টা

৬ মাসের মধ্যে শেষ হবে ঢাকা-চট্টগ্রাম চার লেন সড়কের কাজ

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল গতকাল রাজধানীর এক বৈঠকে বলেছেন, আগামী ছয় মাসের মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেনের কাজ শেষ হবে। ২০৫০ সালের মধ্যে বাংলাদেশ অস্ট্রেলিয়া ও মালয়েশিয়াকে ছাড়িয়ে যাবে। শেরেবাংলানগরের এনইসি সম্মেলন কক্ষে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। পরিকল্পনামন্ত্রী আরও বলেন, মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ শুরু হয়েছে। এগুলো বাস্তবায়ন হলে ভবিষ্যতে বিদ্যুৎ সংকট থাকবে না। ঢাকার সীমানা বৃদ্ধি করার প্রয়োজন নেই। এখন ঢাকার বাইরে শহরায়ন করা হবে। সরকার প্রত্যেককে শিক্ষিত করতে ভূমিকা পালন করছে। সব বয়সের মানুষের জন্য শিক্ষার ব্যবস্থা করছে। ২০২১ সালের মধ্যেই সব লক্ষ্য পূরণ হবে। এমডিজির লক্ষ্যও পূরণ হবে। বড় যেসব প্রকল্প হাতে নেওয়া হয়েছে, সেগুলো বাস্তবায়ন হলে অবকাঠামো সংকট কেটে যাবে।

 

সর্বশেষ খবর