মঙ্গলবার, ৩ মার্চ, ২০১৫ ০০:০০ টা

চট্টগ্রাম আদালতে ফের হট্টগোল, তলবি সভাও ভণ্ডুল

২৬ বছর পর গতকাল দ্বিতীয় দিনের মতো হরতাল চলাকালে এজলাসে উঠেছিলেন চট্টগ্রামের আদালতের বিচারকরা। প্রায় আধাঘণ্টার মতো শুনানিও হয়। এরপরই বিএনপি-জামায়াত সমর্থক আইনজীবীদের বাধার মুখে তারা এজলাস ছেড়ে যান। পরে বিচারিক কার্যক্রমে আইনজীবীদের অংশ নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য ডাকা মুলতবি সভায়ও হট্টগোল হয়েছে। তবে আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরা হরতাল-অবরোধে মামলার শুনানিতে অংশ নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে আইনজীবী সমিতিকে পাঁচ দিনের সময় বেঁধে দিয়েছেন। ১৯৮৯ সালের পর হরতাল চলাকালে গত রবিবার প্রথমবারের মতো এজলাসে বসেছিলেন চট্টগ্রাম আদালতের বিচারকরা। তবে তাৎক্ষণিকভাবে বিএনপি-জামায়াত সমর্থক আইনজীবীরা এর বিরোধিতা করেন। একপর্যায়ে শুনানি না করেই বিচারকরা এজলাস কক্ষ ছেড়ে যান।
তলবি সভায় গণ্ডগোল : হরতালে আদালতের কার্যক্রম চালু রাখার বিষয়ে আইনজীবী সমিতির সরকার সমর্থক আইনজীবীরা গতকাল তলবি সভা আহ্বান করেছিলেন। তবে বিএনপি-জামায়াত সমর্থকদের বাধায় তা ভণ্ডুল হয়ে গেছে। দুপুর ১টায় চট্টগ্রাম আদালত ভবনের ৩ নম্বর বার মিলনায়তনে ওই সভা শুরু হয়।

সর্বশেষ খবর