শিরোনাম
রবিবার, ১৯ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা

প্রচারণায় ভিডিওবার্তা

প্রচারণায় ভিডিওবার্তা

এবারের নির্বাচনী প্রচারণায় ডিজিটাল মাধ্যম নতুন মাত্রা পেয়েছে। এর আগে চার সিটি করপোরেশন ও জাতীয় সংসদ নির্বাচনে ফেসবুকের কম-বেশি ব্যবহার হলেও এবার তার সঙ্গে যোগ হয়েছে আরও অনেক সামাজিক যোগাযোগমাধ্যম। প্রার্থীদের ফেসবুক, টুইটার, নিজস্ব ওয়েবসাইটে ডিজিটাল টেঙ্ট বা লিখিত বার্তার সঙ্গে এবার যোগ হয়েছে ভিডিওবার্তাও। এ ক্ষেত্রে মূলত ইউটিউবকে বেশি গুরুত্ব দিচ্ছেন প্রার্থীরা। খোঁজ নিয়ে দেখা যায়, ভিডিওবার্তায় প্রচারণায় এগিয়ে আছেন ঢাকা উত্তরের মেয়র প্রার্থী আনিসুল হক, তাবিথ আউয়াল ও মাহী বি চৌধুরী। অন্যদিকে দক্ষিণের মেয়র প্রার্থী সাঈদ খোকন, গোলাম মাওলা রনিসহ অন্য মেয়র প্রার্থীরাও ভিডিওবার্তায় প্রচার চালাচ্ছেন। ৭ এপ্রিল প্রচারণা শুরুর আগে থেকেই ঢাকা মহানগরীর বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে ইউটিউবে ভিডিও আপলোড শুরু করেন আনিসুল হকের নির্বাচনী কর্মী-সমর্থকরা। পরে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হলে আনিসুলকে নিয়ে টেলিভিশনে প্রচারিত বিভিন্ন ভিডিও ক্লিপ শেয়ার করেন তারা। তাবিথের একটি ফেসবুক পেজে ৫১ হাজারের ওপরে 'লাইক'-এর সঙ্গে দেখা যায়, তার পক্ষে ব্যান্ডশিল্পী শাফিন আহমেদের একটি ভিডিওবার্তা আপলোড করা হয়েছে। মাহী বি চৌধুরী প্রচারণার অংশ হিসেবে ভিডিও গান বানিয়েছেন। 'প্রজন্ম শহর বার্তা' শিরোনামে নববর্ষে নানা অঙ্গীকারের কথাও বলেছেন একটি ভিডিওতে। 'নগরীর পুঞ্জীভূত সমস্যা মোকাবিলায় বিচলিত নই, আমরা প্রস্তুত' শিরোনামে ইউটিউবে ভিডিও আপলোড করেছেন সাঈদ খোকন। একইভাবে গোলাম মাওলা রনি তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে ইউটিউবের মাধ্যমে ভিডিওবার্তা দিয়ে সবাইকে শেয়ার করার অনুরোধ জানিয়েছেন। ডিজিটাল প্রচারণায় বাকি মেয়র প্রার্থীরাও পিছিয়ে নেই। প্রত্যেকেই একাধিক ফেসবুক অ্যাকাউন্ট, ফ্যান পেজ, গ্রুপ পেজ, ওয়েবসাইট, টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালাচ্ছেন।

 

সর্বশেষ খবর