রবিবার, ১৯ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা

চার স্তরের নিরাপত্তায় থাকবে ৬৫ হাজার ফোর্স

সেনা মোতায়েন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজ

ঢাকার উত্তর-দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের পরিস্থিতি পর্যালোচনা করতে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আজ বৈঠকে বসছে নির্বাচন কমিশন। তিন সিটি নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হবে কিনা বৈঠকে তা পর্যালোচনা করবে ইসি।

ইসির কর্মকর্তারা জানান, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি থাকবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ। বৈঠকে চার নির্বাচন কমিশনার, কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পুলিশপ্রধান, বিজিবিপ্রধান, র্যাবপ্রধান, আনসার-ভিডিপি, কোস্টগার্ড, গোয়েন্দা সংস্থাসহ আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা অংশ নেবেন। বৈঠকটি পরিকল্পনা কমিশনের এনইসি সমম্মেলন কক্ষে বেলা ১১টায় অনুষ্ঠিত হবে।

বৈঠক উপলক্ষে একটি কার্যপত্র প্রস্তুত করেছে নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয় শাখা। এ কার্যপত্রে দেখা গেছে, আগামী ২৮ এপ্রিল অনুষ্ঠেয় ভোটগ্রহণ উপলক্ষে চার স্তরের নিরাপত্তায় নিয়োজিত থাকবে প্রায় ৬৫ হাজার বিভিন্ন বাহিনীর ফোর্স। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদও বলেছিলেন, আইনশৃঙ্খলা বৈঠকে বিভিন্ন বাহিনীর দেওয়া মতামতের আলোকে পরিস্থিতি অনুযায়ী সেনা মোতায়েনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

 

সর্বশেষ খবর