রবিবার, ১৯ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা

নির্বাচনী মাঠে চরমোনাই পীর

নির্বাচনী মাঠে চরমোনাই পীর

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন সমর্থিত মেয়র প্রার্থীদের পক্ষে প্রচারণা শুরু করেছেন দলটির আমির  চরমোনাই  পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে গতকাল বিকাল সাড়ে ৩টার দিকে ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী আবদুর রহমানের ফ্লাস্ক প্রতীকের সমর্থনে তিনি প্রচারণা শুরু করেন। ঢাকা উত্তরে দল সমর্থিত অপর মেয়র প্রার্থী হলেন শেখ ফজলে বারী মাসউদ। তার প্রতীক কমলালেবু। বিকালে ট্রাকের ওপর নির্মিত অস্থায়ী মঞ্চ থেকে চরমোনাই পীর ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থীদের ‘সৎ ও যোগ্য’ প্রার্থী হিসেবে অভিহিত করে দুর্নীতিমুক্ত ঢাকা সিটি গড়তে তাদের ভোট প্রার্থনা করেন। তারা বায়তুল মোকাররম, পল্টন মোড়, জাতীয় প্রেসক্লাব এলাকায় এই প্রচারণা চালান। এর আগে সকাল ১০টার দিকে সৈয়দ রেজাউল করীম মিরপুরের কালশী থেকে শেখ ফজলে বারী মাসউদের কমলালেবু প্রতীকের সমর্থনে গণসংযোগে অংশ নেন। এদিকে ‘মেয়র আসে, মেয়র যায়, জনদুর্ভোগ বৃদ্ধি পায়, আসুন সকলে মিলে পরিবর্তন ঘটাই’ স্লোগানকে সামনে রেখে ২৯ দফার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন সম্মিলিত নগর আন্দোলনের পক্ষে চরমোনাই পীর সমর্থিত ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী আলহাজ আবদুর রহমান। গতকাল রাজধানীর ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ইশতেহার ঘোষণা করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর