রবিবার, ১৯ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা

ভোটের সভা পথে পথে

ভোটের দিন যত এগিয়ে আসছে সিটি নির্বাচন প্রার্থীদের ব্যস্ততাও তত বাড়ছে। পথের মোড়ে, পাড়া-মহল্লায়, অলিগলিতে গণসংযোগ করে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। তারা পথে পথে করছেন পথসভা। গতকাল ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির মেয়র, কাউন্সিলর প্রার্থীরা বিভিন্ন পাড়া-মহল্লায় দাঁড়িয়ে ভোটারদের উদ্দেশে বক্তব্য দিয়েছেন। দক্ষিণের মেয়র প্রার্থী সাঈদ খোকন, মির্জা আব্বাসের পক্ষে আফরোজা আব্বাস, উত্তরে আনিসুল হক, তাবিথ আউয়াল, মাহী বি চৌধুরী বিভিন্ন স্থানের পথসভায় বক্তব্য দেন। অন্য প্রার্থীরাও দিনভর একইভাবে প্রচারণা চালিয়েছেন।
জাসাস কর্মীরা আব্বাসের গণসংযোগে
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে  মির্জা আব্বাসের পক্ষে প্রচারে নেমেছেন বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক সংস্থার (জাসাস) কর্মীরা। গতকাল দুপুর ১২টায় রাজধানীর টিকাটুলি এলাকা থেকে প্রচারণা শুরু করেন তারা। প্রচারণায় জাপা প্রার্থীরা : ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে এইচ এম এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি সমর্থিত প্রার্থীরা গতকাল দিনভর প্রচারণায় ব্যস্ত ছিলেন। দক্ষিণ সিটি করপোরেশন মেয়র প্রার্থী হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন সূত্রাপুর, শ্যামবাজার, বাংলাবাজার, সদরঘাট, ইংলিশ রোড, ধোলাইখাল এলাকার বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান, বিপণি বিতান ও আবাসিক এলাকায়  গণসংযোগ করেন। ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি সমর্থিত মেয়র প্রার্থী বাহাউদ্দিন আহমেদ বাবলু উত্তরা মডেল টাউন এলাকার বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান, বিপণি বিতান ও আবাসিক এলাকায় গণসংযোগ করেন। নারী নিগ্রহকারীদের গ্রেফতার দাবি ক্কাফির : নববর্ষে নারী নিগ্রহকারীদের দ্রুত গ্রেফতারের দাবি করেছেন মেয়র প্রার্থী আবদুল্লাহ আল ক্বাফি রতন। গতকাল সকালে তিনি ডিএমপি কমিশনারের কার্যালয়ের পাশে অবস্থান কর্মসূচি পালন করেন। সাকির আধুনিক নগরীর অঙ্গীকার :  ঢাকাকে আধুনিক নগরীতে পরিণত করার অঙ্গীকার করে গতকাল অলিগলিতে পথসভায় বক্তব্য দিয়েছেন গণসংহতি আন্দোলন সমর্থিত উত্তরের মেয়র  প্রার্থী জোনায়েদ সাকি।

সর্বশেষ খবর