বৃহস্পতিবার, ১৪ মে, ২০১৫ ০০:০০ টা

৪০ লাখ টাকা নিয়ে উধাও হায় হায় কোম্পানি

গ্রাহকদের প্রায় ৪০ লাখ টাকা হাতিয়ে উধাও হয়েছে ম্যাক্সিম মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড নামের খুলনার একটি হায় হায় কোম্পানি। প্রতিষ্ঠানটির খুলনা নগরীর খালিশপুরের অফিসও বন্ধ করে দিয়েছে সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা। এতে বিপাকে পড়েছেন শতাধিক গ্রাহক। গতকাল দুপুরে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা এ অভিযোগ করেন। এতে লিখিত বক্তব্য পড়ে শোনান প্রতারণার শিকার শেখ আসমত আলী। লিখিত বক্তব্যে তিনি জানান, ম্যাক্সিম সোসাইটি পরিচালনা করতেন নগরীর সোনাডাঙ্গার বয়রা ইসলামিয়া কলেজ রোডের মো. মিজানুর রহমান। এক লাখ টাকায় মাসে ২ হাজার ২০০ টাকা লভ্যাংশ দেওয়ার চুক্তিতে তিনি ২০১২ সালের ২৫ জুলাই ওই সংস্থায় ১ লাখ টাকা জমা রাখেন। পরবর্তীতে তিনি আরও ২ লাখ টাকা জমা দেন। এভাবে শতাধিক গ্রাহকের কাছ থেকে সংস্থার লোকজন প্রায় ৪০ লাখ টাকা জমা নেয়। এ ছাড়া রিকশাচালক থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার অসংখ্য মানুষ প্রতিদিন ১০ থেকে ২০ টাকা, আবার কেউ এককালীন ৫০ হাজার টাকা জমা দেন। কিন্তু প্রতিষ্ঠানটি কোনো লভ্যাংশ দেয়নি। এখন মূল টাকাই ফেরত পাচ্ছেন না তারা। ভুক্তভোগীরা জানায়, সংস্থাটির জমা বইতে সরকার অনুমোদিত লেখা দেখেই তারা টাকা জমা রাখতেন। শেখ আসমত আলী জানান, এই প্রতারণার বিষয়ে থানা পুলিশের কাছে অভিযোগ দিয়েও কোনো ফল পাওয়া যায়নি।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর