শিরোনাম
শুক্রবার, ২৯ মে, ২০১৫ ০০:০০ টা

বর্তমানে পুঁজিবাজারে বাবল সৃষ্টি করা সম্ভব নয় : অর্থমন্ত্রী

বর্তমানে পুঁজিবাজারে বাবল সৃষ্টি করা সম্ভব নয় : অর্থমন্ত্রী

বর্তমানে পুঁজিবাজারকে কৃত্রিমভাবে ফুলিয়ে-ফাঁপিয়ে (বাবল) তোলা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গতকাল সচিবালয়ে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)-এর কাছ থেকে ২০১৩-১৪ অর্থবছরের সরকারের লভ্যাংশ গ্রহণকালে তিনি এ মন্তব্য করেন। অর্থমন্ত্রী বলেন, পুঁজিবাজারে ওঠানামা সব সময় থাকে। বড় ধরনের পতন হলে পুরো অর্থনীতি কিছুটা বিপদে পড়ে যায়। তবে দেশে পুঁজিবাজারের উন্নয়নে বর্তমানে যেসব আইনগত ও বিধিমালা সংস্কার করা হয়েছে, এতে করে পুঁজিবাজারে বাবল সৃষ্টি করার সুযোগ প্রায় রহিত হয়ে গেছে। পুরোপুরি রহিত হয়ে গেছে- এমনটা বলতে পারব না। আরও কয়েক বছর পর হয়তো বলতে পারব।

 

সর্বশেষ খবর