বুধবার, ১৭ জুন, ২০১৫ ০০:০০ টা

১০ শতাংশ ভ্যাট থাকছে না বেসরকারি বিশ্ববিদ্যালয়ে

দেশজুড়ে কড়া সমালোচনার মুখে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ওপর ১০ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) আরোপে পিছু হটছে সরকার। ফলে ২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কলেজেগুলোর ওপর ১০% ভ্যাট চূড়ান্ত বাজেটে থাকছে না বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। এতে ভ্যাটের বাড়তি চাপ থেকে মুক্তি পাচ্ছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রায় ৫ লাখ শিক্ষার্থী ও তাদের অভিভাবক। এ বিষয়ে গতকাল সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমানকে একটি মৌখিক নির্দেশনাও দিয়েছেন বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। তবে এনবিআর ভ্যাটের হার কমিয়ে ৫ শতাংশ করতে চায় বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়। এ প্রসঙ্গে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ওপর প্রস্তাবিত ১০ শতাংশ ভ্যাটের বিষয়টি জাতীয় সংসদে উত্থাপিত। সেখানে আলাপ-আলোচনার ভিত্তিতে এনবিআরে যে সিদ্ধান্ত আসবে সেটাই কার্যকর হবে।

সর্বশেষ খবর