বুধবার, ১৭ জুন, ২০১৫ ০০:০০ টা
কক্ষ দখল ও হুমকির অভিযোগ

জাতীয় প্রেসক্লাবের সমঝোতা কমিটির থানায় জিডি

কক্ষ দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ এনে আগের ব্যবস্থাপনা কমিটির বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করল জাতীয় প্রেসক্লাব সমঝোতা কমিটি। গতকাল সন্ধ্যায় রাজধানীর শাহবাগ থানায় এ জিডি করা হয় বলে বাংলাদেশ প্রতিদিনকে নিশ্চিত করেন সমঝোতা কমিটির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী।  এর আগে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সমঝোতা কমিটির সভাপতি মুহম্মদ শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী বলেন, ‘জাতীয় প্রেসক্লাবের অতীত অনিয়ম-দুর্নীতি তদন্তে নিয়োজিত অডিট টিমের সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়েছেন শওকত মাহমুদ, সৈয়দ আবদাল আহমদ ও রুহুল আমিন গাজীর নেতৃত্বে একদল বহিরাগত সন্ত্রাসী। তারা ক্লাব কর্মকর্তা-কর্মচারীদের অশ্লীল গালিগালাজও করেন। এ ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’ বিবৃতিতে স্বাক্ষর করেন সমঝোতা কমিটির যুগ্ম সম্পাদক ইলিয়াস খান।  বিবৃতিতে বলা হয়, ‘ক্লাব সদস্য শওকত মাহমুদ, সৈয়দ আবদাল আহমদ ও রুহুল আমিন গাজীর নেতৃত্বে আনুমানিক দুপুর ১২টার দিকে বহিরাগত সন্ত্রাসীরা ক্লাব অফিসে ঢুকে অডিট টিমের কর্মরত সদস্যদের ‘কিসের অডিট’ বলে অশ্রাব্য ভাষায় গালাগাল ও প্রাণনাশের হুমকি দেয়। একই সঙ্গে ক্লাব কর্মকর্তা-কর্মচারীদের শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং তদন্ত সংশ্লিষ্ট কিছু কাগজপত্র ছিনিয়ে  নেয়।’
সমঝোতা কমিটির বিবৃতিতে আরও বলা হয়, ‘জাতীয় প্রেসক্লাব দীর্ঘদিন কুক্ষিগত রেখে যে মহলটি লুটপাটের স্বর্গরাজ্য বানিয়েছিল তারা তদন্ত কাজ শুরু হওয়ায় দিশাহারা হয়ে এই সন্ত্রাসী হামলার আশ্রয় নেয়। ভয়ভীতি দেখিয়ে কিংবা সন্ত্রাসী হামলা চালিয়ে প্রেসক্লাবের দুর্নীতির তদন্ত ও শ্বেতপত্র প্রকাশ করার মাধ্যমে ক্লাবের সম্মান ও মর্যাদা পুনরুদ্ধারের কার্যক্রম  থেকে কোনোভাবেই ক্লাব কর্তৃপক্ষকে বিরত রাখা যাবে না।’ এদিকে জাতীয় প্রেসক্লাবকে দখলমুক্ত করতে আগামীকাল সকাল ১১টায় অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিউজে) একাংশ। গতকাল দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক আলোচনা সভায় এ কর্মসূচি ঘোষণা করা হয়। বিএফইউজের সভাপতি শওকত মাহমুদের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন, সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী, এম এ আজিজ, কবি আবদুল হাই শিকদার, মুনশী আবদুল মান্নান, সৈয়দ আবদাল আহমদ, ছড়াকার আবু সালেহ, কাদের গণি চৌধুরী, জাহাঙ্গীর আলম প্রধান প্রমুখ।

সর্বশেষ খবর