সোমবার, ৬ জুলাই, ২০১৫ ০০:০০ টা

চট্টগ্রাম সিটি নির্বাচনেও সাংবাদিক নাজেহালে কেউ চিহ্নিত হয়নি

ঢাকা সিটি করপোরেশনের মতো চট্টগ্রাম সিটির নির্বাচনেও 'উপযুক্ত তথ্য-প্রমাণের অভাবে' সাংবাদিকদের ভোটকেন্দ্রে প্রবেশে বাধা-নাজেহালের ঘটনায় দায়ী কাউকে চিহ্নিত করতে পারেনি তদন্ত কমিটি। ২৮০ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন নির্বাচন কমিশন সচিবের কাছে জমা দেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার শংকর লাল সাহা। নাজেহালের ঘটনায় দায়ী কাউকে চিহ্নিত করা সম্ভব হয়েছে কিনা জানতে চাইলে তদন্ত কমিটির এ আহ্বায়ক বলেন, তেমন কিছু পাওয়া যায়নি। কর্মপরিধি মেনে কাজ শেষে প্রতিবেদন জমা দিয়েছি আমরা। কমিশনই বিষয়টি দেখবে। এক দফা সময় বাড়িয়ে ৫ জুলাই প্রতিবেদন জমা দেওয়ার শেষ দিন ছিল।

সর্বশেষ খবর