সোমবার, ৬ জুলাই, ২০১৫ ০০:০০ টা

রনির অস্ত্রের লাইসেন্স বাতিলের আবেদন

রনির অস্ত্রের লাইসেন্স বাতিলের আবেদন

রাজধানীর ইস্কাটনে জোড়া খুনের মামলায় আসামি মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পিনু খানের ছেলে বখতিয়ার আলম রনির দুইটি অস্ত্রের লাইসেন্স বাতিলের আবেদন জানিয়ে জেলা প্রশাসককে চিঠি দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

সোমবার সকালে ডাকযোগে এই চিঠি পাঠানো হয়েছে বলে মামলার তদন্ত কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দীপক কুমার দাস একথা নিশ্চিত করেছেন।

রনি লাইসেন্সকৃত অস্ত্র ব্যবহারের উপযুক্ত ব্যক্তি নন জানিয়ে তদন্ত কর্মকর্তা বলেন, সে ব্যক্তিগতভাবে একজন মাদকাসক্ত ও উচ্ছৃঙ্খল প্রকৃতির লোক। এই স্বভাবের কারণেই দুইজন নিরীহ মানুষ প্রাণ হারিয়েছে রনির লাইসেন্স করা পিস্তলের ছোড়া গুলিতে।

উল্লেখ্য, গত ১৩ এপ্রিল রাতে রাজধানীর নিউ ইস্কাটনে রনির ছোঁড়া এলোপাতাড়ি গুলিতে অটোচালক ইয়াকুব আলী ও রিকশাচালক আবদুল হাকিম আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা। এ ঘটনায় নিহত হাকিমের মা মনোয়ারা বেগম অজ্ঞাত পরিচয়ে কয়েক জনকে আসামি করে ১৫ এপ্রিল রাতে রমনা থানায় একটি মামলা দায়ের করেন।

বিডি-প্রতিদিন/০৬ জুলাই, ২০১৫/মাহবুব

সর্বশেষ খবর