বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০১৫ ০০:০০ টা

ভারপ্রাপ্ত মেয়রকে নিয়ে আওয়ামী লীগে ক্ষোভ

ভারপ্রাপ্ত মেয়রকে নিয়ে আওয়ামী লীগে ক্ষোভ

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) দায়িত্বপ্রাপ্ত মেয়র নিজাম উল আজিমকে নিয়ে আওয়ামী লীগের স্থানীয় নেতাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। আওয়ামী লীগের রাজনীতি না করেও হঠাৎ আওয়ামী লীগ নেতাদের আস্থাভাজন হওয়ার নেপথ্য কারণ খুঁজছেন অনেকে। খোঁজ নিয়ে জানা গেছে, নিজামের পরিবারের অনেকে জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত। বেশিরভাগই বিএনপির সঙ্গে। তিনিও জাতীয়তাবাদী যুবদল পরে বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন। গত সিটি নির্বাচনের পর মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের সঙ্গে জিয়ার কবরে ফুল দিতেও যান তিনি। স্থানীয় সূত্রে জানা গেছে, দায়িত্বপ্রাপ্ত মেয়র নিজাম উল আজিম রাজশাহী সরকারি সিটি কলেজের ছাত্র থাকাকালীন ছাত্রদলের রাজনীতিতে যুক্ত হন। ওই সময় কলেজ ছাত্রদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি। ২০০২ সালের ১ নভেম্বর রাজশাহী মহানগর যুবদলের সহসভাপতি নির্বাচিত হন। দীর্ঘ ১৫ বছর এই কমিটি সচল ছিল।

 

সর্বশেষ খবর