বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০১৫ ০০:০০ টা

আজ শেখ হাসিনার গ্রেফতার দিবস

আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রেফতার দিবস আজ। সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ১৬ জুলাই গ্রেফতার হন শেখ হাসিনা। কারাগারে আটক ছিলেন প্রায় ১১ মাস। জাতীয় সংসদ ভবনের চত্বরে স্থাপিত বিশেষ কারাগার থেকে শেখ হাসিনা মুক্তি পান ২০০৮ সালের ১১ জুন। তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের আমলে জাতীয় রাজনীতিতে মাইনাস টু ফর্মুলার অংশ হিসেবেই সেদিন শেখ হাসিনাকে গ্রেফতার করা হয়। দীর্ঘ ১১ মাস কারাগারে অভ্যন্তরীণ থাকাবস্থায় অসুস্থ হয়ে পড়েন আজকের প্রধানমন্ত্রী। তখন বিদেশে শেখ হাসিনার উন্নত চিকিৎসার জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে দাবিও ওঠে। দিবসটি উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগের পক্ষ থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করেছে। এছাড়া অন্যান্য সংগঠনও দিবসটি পালন করবে।

সর্বশেষ খবর