বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০১৫ ০০:০০ টা

মজিবুর হত্যায় দুই খুনি শনাক্ত, মামলা

মজিবুর হত্যায় দুই খুনি শনাক্ত, মামলা

রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে ব্যবসায়ী মজিবুর রহমান (৪৭) হত্যায় জড়িত দুজনকে শনাক্ত করতে পেরেছে পুলিশ। বাসার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাদের শনাক্ত করেন বাড়ির দারোয়ান রুবেল। তবে এখনো তাদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। অন্যদিকে পারিবারিক বিরোধ, ব্যবসায়িক দ্বন্দ্ব ও নারীঘটিত-এ তিন কারণ সামনে রেখে হত্যা মামলার তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যে নিহতের ভাই মো. তমাল সরদার বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা করেছেন। সোমবার দিবাগত ভোররাতে যাত্রাবাড়ীর মাতুয়াইল পশ্চিমপাড়া কাজিরগাঁওয়ে নিজ বাড়ির গেটে খুন হন মজিবুর। স্বজনরা বলছেন, স্থানীয় যুবলীগ নেতা হারুনের সঙ্গে দীর্ঘদিন ধরে ওই ব্যবসায়ীর জমি-সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ নিয়ে কয়েক দফা স্থানীয় পর্যায়ে সালিস বৈঠক হলেও মীমাংসা হয়নি। এ ছাড়া কণক নামের এক যুবতীর সঙ্গে সম্পর্কের জের ধরে জুরাইন আলম মার্কেটের মালিক মৃত আলমের খোকনের সঙ্গেও দ্বন্দ্ব ছিল মজিবুরের। এর বাইরে ৬ জুলাই একটি মুঠোফোন নম্বর থেকে প্রাণনাশের হুমকি আসার পর যাত্রাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন মজিবুর। নিহত ব্যবসায়ী মজিবুর রহমানের ছোট ভাই সাদেকুর রহমান সাজু বলেন, ‘আমাদের বিশ্বাস থানা পুলিশই হত্যার মূল রহস্য উন্মোচন করতে পারবে। নইলে আমরা আদালতের মাধ্যমে ডিবি কিংবা সিআইডির তদন্তের জন্য আবেদন জানাব।’

সর্বশেষ খবর