বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০১৫ ০০:০০ টা

মঞ্চায়ন হলো হ্যামলেট

মঞ্চায়ন হলো হ্যামলেট

ঢাকার মঞ্চে শেক্সপিয়রের হ্যামলেট নাটকটি মঞ্চায়ন করল লন্ডনের গ্লোব থিয়েটার। শেক্সপিয়রের ৪৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে ‘হ্যামলেট’ নিয়ে বিশ্বভ্রমণ করছে এ দলটি। এরই অংশ হিসেবে ঢাকা থিয়েটারের আমন্ত্রণে পারফর্ম করল দলটি। এ আয়োজনে সহযোগিতা করছে সংস্কৃতি মন্ত্রণালয়, আইটি আই বাংলাদেশ, বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও ব্রিটিশ কাউন্সিল। গতকাল সন্ধ্যা সাড়ে ৭টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে নাটক মঞ্চায়ন করা হয়।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও ব্রিটিশ হাইকমিশনার, ইরানের রাষ্ট্রদূতসহ বরেণ্য ব্যক্তিরা নাটকটি উপভোগ করেন। শেক্সপিয়রের অমর সৃষ্টি ‘হ্যামলেট’ নাটকটি মঞ্চায়নের আগে জাতীয় নাট্যশালার লবিতে এক প্রেস কনফারেন্স হয়। ঢাকা থিয়েটারের প্রধান নাসির উদ্দীন ইউসুফ, গ্লোব থিয়েটারের টম লরেন্স, লাডি এমেরুয়া এবং কেইথ বার্টলেট এ সময় উপস্থিত ছিলেন। ডেনমার্কের যুবরাজ হ্যামলেট তার পিতা হত্যার প্রতিশোধ নিতে সচেষ্ট হয়। সে তার মৃত পিতার আত্মার কাছে জানতে পারে তার চাচা ক্লডিয়াস তার পিতার হত্যাকারী। অন্যদিকে ক্লডিয়াস ডেনমার্কের সিংহাসনে আরোহণ করেন এবং হ্যামলেটের মাতা রানী গার্ট্রিউটকে বিয়ে করেন। এতে হ্যামলেট খুবই অসন্তুষ্ট হয়। সে একটি নাটকের মঞ্চায়ন করে যাতে দেখানো হয় কোনো এক রাজার ভাই রাজাকে হত্যা করে সিংহাসন দখল করে এবং রানীকে বিয়ে করে। নাটকে দেখানো অপরাধ ও ক্লডিয়াসের কৃতকর্ম একই ধরনের হওয়ায় তিনি রাগান্বিত হয়ে নাটকের স্থান ত্যাগ করেন। এতে হ্যামলেট নিশ্চিত হয় যে ক্লডিয়াসই প্রকৃত অপরাধী। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নাঈম হায়াত, ফোবি ফিল্ডস, কিথ বার্টলেট, মিরান্ডা ফস্টার প্রমুখ।

সর্বশেষ খবর