বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০১৫ ০০:০০ টা
বাসে পেট্রোল বোমা হামলা

জামায়াতের ৮৬ নেতার নামে গ্রেফতারি পরোয়ানা

বিএনপি-জামায়াতের অবরোধের মধ্যে রংপুরের মিঠাপুকুর উপজেলায় বাসে পেট্রলবোমা মেরে ছয় যাত্রী হত্যা ও ৩০ জনকে দগ্ধ করার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় পলাতক জামায়াত-শিবিরের ৮৬ নেতা-কর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। গতকাল দুপুরে জেলা ও দায়রা জজ মঞ্জুরুল বাছিত মামলার অভিযোগপত্র আমলে নিয়ে এ আদেশ জারি করেন। মামলায় অভিযোপত্রভুক্ত অন্য ৪৬ আসামি কারাগারে আছেন। বিচারক ১২ আগস্ট মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন। একই সঙ্গে আগামী দেড় মাসের মধ্যে মামলার বিচার শেষ করার ঘোষণা দেন বিচারক মঞ্জুরুল বাছিত। চলতি বছরের ১৩ জানুয়ারি মধ্যরাতে মিঠাপুকুর উপজেলার বাতাসন ফতেপুরে রংপুর-ঢাকা মহাসড়কে বাসে পেট্রলবোমায় দগ্ধ হয়ে মারা যান এক শিশুসহ ছয়জন। আহত হন ৩০ জন। কুড়িগ্রামের উলিপুর থেকে 'খলিল স্পেশাল' নামের বাসটি যাত্রী নিয়ে গাজীপুর যাওয়ার পথে পেট্রলবোমা হামলা শিকার হয়।

এ ঘটনায় মিঠাপুকুর থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাক বাদী হয়ে উপজেলা জামায়াতের আমির এনামুল হকসহ ১৩৩ নেতা-কর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। ১০ জুন জামায়াত-শিবিরের ১৩২ নেতা-কর্মীর নামে আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা মিঠাপুকুর থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম।

সর্বশেষ খবর