বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০১৫ ০০:০০ টা
ব্যবসায়ী আলমগীর হত্যা

পাঁচজনের যাবজ্জীবন

খুলনার বহুল আলোচিত ব্যবসায়ী আলমগীর হত্যা মামলার পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মো. আল মামুন গতকাল এ রায় দেন। রায়ে যাবজ্জীবনপ্রাপ্ত প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। যাবজ্জীবনপ্রাপ্ত আসামিরা হলেন- শাহীন, ইদ্রিস, মনির, মো. জাহিদুল ইসলাম ও মঈন ওরফে মাঈন। এর মধ্যে জাহিদুল ইসলাম ও মঈন ওরফে মাঈন পলাতক রয়েছেন। বাকি তিনজন কারাগারে। এ মামলার অপর ১১ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেওয়া হয়। মামলা সূত্রে জানা যায়, খুলনা মহানগরীর টুটপাড়া মহিরবাড়ি বড় খালপাড় এলাকায় বাড়ি নির্মাণকে কেন্দ্র করে দণ্ডপ্রাপ্ত আসামিরা ৫০ হাজার টাকা চাঁদা দাবিতে ২০০৩ সালের ৬ জুন সন্ধ্যায় ব্যবসায়ী আলমগীরকে অপহরণ করে। পরদিন ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ।

সর্বশেষ খবর