বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০১৫ ০০:০০ টা

শিশুশ্রম ও বাল্যবিয়ে বন্ধ করতে হবে

পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, মধ্য আয়ের দেশ গড়তে হলে শিশুশ্রম ও বাল্যবিয়ে বন্ধ করতে হবে। শিশুশ্রম, বাল্যবিয়ে এবং বিদ্যালয় বহির্ভূত শিশুর সংখ্যা কমিয়ে আনতে শিক্ষায় বাজেট বরাদ্দ বাড়ানো হচ্ছে। এজন্য বাজেটে শিক্ষার জন্য আলাদাভাবে বরাদ্দ থাকে। গতকাল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শিশুশ্রম ও বাল্যবিয়ে শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকী বক্তব্য রাখেন।

সর্বশেষ খবর