বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০১৫ ০০:০০ টা

এসএমইতে নারীদের বিশেষ সুবিধা দেওয়া হবে : গভর্নর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ সুবিধা দেওয়া হবে এসএমই খাতের ঋণে। এসএমই উদ্যোক্তাদের পুনঃঅর্থায়নের জন্য ৫০০ মিলিয়ন ডলারের একটি তহবিল চালু করা হবে। এই তহবিল চালু করতে পারলে বাংলাদেশ থেকে সভ্যতার কলঙ্ক দারিদ্র্যকে ঐক্যবদ্ধভাবে দূর করা সম্ভব হবে। গতকাল রাজধানীর কুড়িলে একটি হোটেলে অনুষ্ঠিত ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা উন্নয়নের আই অ্যাম এসএমই অব বাংলাদেশ নামে একটি প্রতিষ্ঠানের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, আমরা এসএমইবান্ধব ব্যাংকিং ইকোসিস্টেম প্রবর্তন করেছি। এ নতুন উদ্যোগ শুরুর ১৬ জন প্রবল সক্রিয় পদক্ষেপ গ্রহণকারী উদ্যোক্তার ৭ জনই নারী।

সর্বশেষ খবর