বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০১৫ ০০:০০ টা

অবশেষে ফ্লাইওভারের অনাপত্তিপত্র চাইল সিডিএ

প্রথমবারের মতো চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) ফ্লাইওভার নির্মাণে অনাপত্তিপত্র চাইল চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) কাছে। চসিক মেয়র পরিবর্তনের পর সিডিএ এ চিঠি পাঠায়। এ ব্যাপারে প্রয়োজনীয় মতামত দিতে চসিক মেয়র তিন প্রকৌশলীকে দায়িত্ব দিয়েছেন।

'লালখান বাজার থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এঙ্প্রেসওয়ে নির্মাণের জন্য চট্টগ্রাম সিটি করপোরেশনের অনাপত্তি প্রদান প্রসঙ্গে' শীর্ষক একটি চিঠি পাঠায় সিডিএ। এর আগে সিডিএ নগরীর বহদ্দারহাট, কদমতলী, দেওয়ানহাট ও মুরাদপুর-লালখান বাজারে চারটি ফ্লাইওভার নির্মাণ করে। এসব ফ্লাইওভার নির্মাণের সময় চসিক থেকে কোনো অনাপত্তিপত্র চায়নি। কিন্তু প্রথমবারের মতো সিডিএ ফ্লাইওভার নির্মাণে চসিকের কাছে অনাপত্তিপত্র চাইল।

সর্বশেষ খবর